প্রকাশিত: Fri, Jul 14, 2023 9:25 PM আপডেট: Sat, Dec 6, 2025 2:23 PM
[১]ফের বেড়েছে কাঁচামরিচের দাম, সবজির বাজার চড়া, ব্রয়লার মুরগিতে কিছুটা স্ব¯ি
মাসুদ আলম: [২] রাজধানীর খুচরা বাজারে আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম। দুইদিন আগেও যে কাঁচা মরিচের দাম ছিল ২৪০-২৬০ টাকা কেজি, শুক্রবার তা বিক্রি হচ্ছে ৩২০-৩৪০ টাকা কেজি। এছাড়া কয়েকটি সবজি ছাড়া অধিকাংশ সবজির দাম বেড়েছে। বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি নেই।
[৩] শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, টমেটো ৫০ টাকা বেড়ে ৩৫০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ৮০, আলু ১০ টাকা বেড়ে ৪৫-৫০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা আর গোল বেগুন ১০০ টাকা কেজিতে এবং প্রতিপিস লাউ ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, আগের দামেই ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।
[৪] তবে বাজারে ভোক্তার জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে ব্রয়লার মুরগির দাম। প্রায় এক মাস ধরে ১৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। এছাড়া সোনালির কেজি ২৮০ টাকা। যদিও ব্যবসায়ীরা বলছেন, এটা সাময়িক সময়ের জন্য। কোরবানির মাংস খাওয়া শেষ হলেই দাম আবার বেড়ে যাবে।
[৫] গত মঙ্গলবার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা ও খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমানোর ঘোষণা আসে। যা পরের দিন বুধবার থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু বাজারে এখনো ভোজ্যতেলের দাম কমেনি। আগের বাড়তি দামেই তেল কিনতে হচ্ছে।
[৬] ভাটারা নুরেরচালার সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, কাঁচামরিচ পাইকারি ৩০০ টাকা কেজি কিনেছি। আজকে বিক্রি করছি ৩৪০ টাকা কেজি। টমেটো ও গাজরটা মূলত বাইরে থেকে আমদানি করা, সেখানেই দামটা বাড়ছে। কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে নাই, একেকদিন একেক রকম থাকে। মাল আসলে দাম কিছুটা কম, না আসলেই দাম বেড়ে যায়।
[৭] ভাটারা নুরেরচালা বাজারে আসা ক্রেতা আব্দুল হাকিম বলেন, বাজারে তুলনামূলক প্রায় প্রতিটি জিনিসেরই দাম বেশি। দিন যত যাবে পণ্যের দাম আরও বাড়বে। শুধু ব্রয়লার মুরগির দামটা কিছুটা সহনীয়। সম্পাদনা: তারিক আল বান্না Í